কলমাকান্দায় বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় জরিমানা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম হয়—এমন সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে সরকার। ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করায় কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল রাতে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের একটি গ্রামের এক ব্যক্তি তাঁর মেয়ে বিবাহ অনুষ্ঠান আয়োজন করেছিলেন। বর ছিলেন একই উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের এক যুবক। গতকাল রাতে বিয়ে আয়োজনের কথা থাকলেও সন্ধ্যা থেকেই বরের বাড়ির লোকজন ও আমন্ত্রিত অতিথিরা এসে কনের বাড়িতে ভিড় জমান। ওই অনুষ্ঠানে প্রায় ২০০ মানুষ সমবেত হয়েছেন—এমন গোপন খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিমসহ পুলিশ ও লোকজন নিয়ে বিয়েবাড়িতে হাজির হন। এ সময় তিনি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদালতের কাছে কনের বাবা নিজের দোষ স্বীকার করেছেন।