টেকনাফে বন্দুকযুদ্ধে আরও এক ব্যক্তি নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মুসা আকবর (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম এস দোহা।

মুসা আকবর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি গ্রামের আবুল বশরের ছেলে। পুলিশের ভাষ্যমতে, মুসা আকবর একজন তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকসহ ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় টেকনাফ মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফ হোসেন, কনস্টেবল রিকসন চাকমা ও রোমন আহত হন।

এ বি এম এস দোহা বলেন, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল উলুবনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় ইয়াবা ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মুসা আকবরকে আটক এবং দুটি দেশি এলজি, ৮টি কার্তুজ, গুলির ১২টি খোসা ও ‌১৫ হাজার ইয়া বড়ি জব্দ করা হয়। পরে মুসা আকবর ও পুলিশের তিন সদস্যকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খান এ আলম প্রথম আলোকে বলেন, রাতে পুলিশ চারজনকে হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে সাধারণ পোশাকে থাকা এক ব্যক্তির শরীরে তিনটি গুলির চিহ্ন ছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অপর তিনজন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আজ শনিবার সকালে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বি এম এস দোহা বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে গতকাল রাত ১২টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের লেদার ছুরিখাল নাফ নদী এলাকায় বন্দুকযুদ্ধে তিনজন ইয়াবা পাচারকারী নিহত হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।