ঘরে ঘরে ত্রাণ পৌঁছাল চট্টগ্রাম জেলা প্রশাসন

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র দিনমজুরদের চাল, ডালসহ শুকনো খাবার দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা। আজ বেলা ২টায় নগরের ওয়াসা মোড়ে। ছবি: জুয়েল শীল
করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র দিনমজুরদের চাল, ডালসহ শুকনো খাবার দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা। আজ বেলা ২টায় নগরের ওয়াসা মোড়ে। ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ৫০০ জন দিনমজুর, পথবাসী, রিকশাচালকসহ হতদরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, আগ্রাবাদ, অলংকার, জিইসি ও ওয়াসা মোড় এলাকায় গিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা এসব মানুষের কাছে ত্রাণ তুলে দেন। একই সঙ্গে জেলার ১৫টি উপজেলায়ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ অব্যাহত রয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব চক্রবর্তী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, আজ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যেককে সাড়ে ১৬ কেজি করে ত্রাণ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল ও আধা কেজি নুডলস।

জেলা প্রশাসনের দেওয়া ত্রাণ নিয়ে ফিরছেন এক ব্যক্তি। ছবি: জুয়েল শীল
জেলা প্রশাসনের দেওয়া ত্রাণ নিয়ে ফিরছেন এক ব্যক্তি। ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম নগরের পাশাপাশি ১৫টি উপজেলায় দরিদ্র, দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, আলু, চিনি, সয়াবিন তেল প্যাকেটে করে পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সব মিলিয়ে নগর ও জেলার ১৭ হাজার দরিদ্র পরিবারকে শুকনো খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ত্রাণ পাবে ১৭ হাজার পরিবার
জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে প্রাথমিকভাবে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ২ হাজার, মিরসরাইয়ে ১ হাজার ৩০০, সীতাকুণ্ডে ১ হাজার ২০০, ফটিকছড়িতে ১ হাজার ৭০০, রাউজানে ৮০০, রাঙ্গুনিয়ায় ১ হাজার, হাটহাজারীতে ৮০০, বোয়ালখালীতে ৫৫০, পটিয়ায় ৯০০, আনোয়ারায় ৮০০, চন্দনাইশে ৭০০, লোহাগাড়ায় ১ হাজার, সাতকানিয়ায় ১ হাজার, বাঁশখালীতে ১ হাজার ৪০০, সন্দ্বীপে ১ হাজার ৫০০ ও কর্ণফুলীতে ৩৫০টি পরিবার এই সহায়তা পাবে।