পুলিশের ভুয়া পরিচয়ে হুমকি, জনতার হাতে আটক ২

প্রতারণার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার। রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ৩০ মার্চ। ছবি: সংগৃহীত
প্রতারণার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার। রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ৩০ মার্চ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুলিশের ভুয়া পরিচয় দিয়ে দোকানপাট বন্ধ করতে হুমকি দিয়ে টাকা দাবি করেন দুই তরুণ। একই সঙ্গে বাড়ি বাড়ি ঢুকে ফ্রিজ খুলে পণ্য মজুত দেখে ভয়ভীতি দিয়ে টাকা দাবি করছিলেন তাঁরা। এতে এলাকাবাসীর সন্দেহ হলে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আজ সোমবার সকালে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের পূর্ব খিলমোগল মাইজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই তরুণ হলেন উপজেলার পারুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আরাফাতুল ইসলাম (২০) ও চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকার আবদুর রহিম (২৬)।

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘আটক দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই দুজন পুলিশের ভুয়া পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা চেয়েছেন। তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হবে।’

হোছনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সেকান্দার হোসেন প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন ধরে রাঙ্গুনিয়ায় ফ্রিজে রাখা পণ্য ফেলে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। এই গুজবে বাড়িতে থাকা নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে টাকা আদায়ের জন্য এসব কর্মকাণ্ড চালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন ওই দুজন।’