রাঙ্গুনিয়ায় শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে গতকাল সোমবার ৭০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধ মারা যেতে পারেন, এমন সন্দেহে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান স্থানীয় লোকজন। তবে পরিবার ও স্বাস্থ্য বিভাগ বলছে, ওই ব্যক্তির হৃদ্‌রোগ ও শ্বাসকষ্ট ছিল।

ওই বৃদ্ধর বাড়ি উপজেলার পোমরা ইউনিয়নের একটি গ্রামে। গতকাল সোমবার রাত ১২টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। কয়েক বছর ধরে তাঁর শ্বাসকষ্টের সমস্যাও ছিল। গতকাল বিকেলে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। তবে তাঁকে হাসপাতালে না নিয়ে বাড়িতেই নেবুলাইজার দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় এক চিকিৎসককে দেখানো হয়। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় ওই বৃদ্ধকে চট্টগ্রাম সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। কিন্তু সেখানে নেওয়ার আগেই রাতে মারা যান। ওই ব্যক্তির পরিবারে বিদেশফেরত ব্যক্তি নেই। এমন কারও সংস্পর্শে যাওয়ার কোনো ঘটনাও নেই। আজ মঙ্গলবার সকালে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সোমবার দিবাগত রাত দুইটার স্থানীয় এক ব্যক্তি মুঠোফোনে আমাকে বিষয়টি জানিয়েছিলেন। আমি তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দেখতে বলেছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব পালিত প্রথম আলোকে বলেন, ‘ওই রোগীর বিষয়ে আমরা খবর নিয়েছি। তাঁকে হাসপাতালে আনার জন্য যোগাযোগের চেষ্টা করেও আমরা পাইনি। যতটুকু জেনেছি, কয়েক বছর ধরে তাঁর হৃদ্‌রোগ ও শ্বাসকষ্ট ছিল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলেই আমরা ধারণা করছি। বিষয়টি চট্টগ্রাম নিয়ন্ত্রণকক্ষে জানানো হয়েছে।’