সিলেটে কোয়ারেন্টিনে থাকা তিনজন করোনায় আক্রান্ত নন

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা তিনজন করোনাভাইরাসে আক্রান্ত নন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনজনের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গত বৃহস্পতিবার জ্বর ও সর্দি-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া একজন স্পেনপ্রবাসী ব্যক্তি এবং নিউমোনিয়ায় আক্রান্ত এক নারী গত রোববার রাতে হাসপাতালে ভর্তি হন।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, ওই তিনজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সোমবার রাতে পরীক্ষার ফল পাওয়া গেছে। তিনজনেরই করোনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ এসেছে। তাঁরা অনেকটাই সুস্থ। আজ মঙ্গলবার তাঁদের ছাড়পত্র দেওয়া হবে।