যাত্রাবাড়ীতে দুই অভিযানে ৬ টন জাটকা জব্দ

রাজধানীর যাত্রাবাড়ীতে জাটকাবিরোধী অভিযান চালায় র‌্যাব ও মৎস্য অধিদপ্তর। ঢাকা, ২ এপ্রিল। ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে জাটকাবিরোধী অভিযান চালায় র‌্যাব ও মৎস্য অধিদপ্তর। ঢাকা, ২ এপ্রিল। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ছয় টনের মতো জাটকা জব্দ করেছে র‍্যাব ও মৎস্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সেখানে পৃথক দুটি অভিযান চালানো হয়। পরে এসব মাছ মহানগরের বিভিন্ন স্থানে দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

র‍্যাব ও মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে যাত্রাবাড়ীর বিভিন্ন মৎস্য আড়তে অভিযান চালায় ঢাকা জেলা মৎস্য অধিদপ্তরের বাজার মনিটরিং টিম। এতে ২ দশমিক ৫৮ টন জাটকা জব্দ করা হয়। এতে নেতৃত্ব দেন মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রশীদ। এই টিম সোয়ারীঘাট ও মিরপুরের বিভিন্ন মাছের বাজারও পরিদর্শন করে।

পরে বেলা ১১টায় যাত্রাবাড়ীতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে ট্রাকভর্তি প্রায় ৩ দশমিক ৫০ টন জাটকা জব্দ করা হয়। এই অভিযানের সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকার উপপরিচালক সৈয়দ মো. আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মাদ মামুনুর রশীদ, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. জামাল উদ্দিন প্রমুখ।

মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, বাজারে মাছের সরবরাহ ও দাম স্থিতিশীল রয়েছে।