ব্লিচিং পাউডারের ড্রামে পাওয়া নবজাতকটি মারা গেছে

নবজাতক ।  প্রতীকী ছবি
নবজাতক । প্রতীকী ছবি

বরগুনার জেনারেল হাসপাতালের পরিত্যক্ত টয়লেট থেকে জীবিত উদ্ধার হওয়া নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নবজাতকটি টয়লেটের মধ্যে ব্লিচিং পাউডারের ড্রামে রাখা ছিল। ব্লিচিং পাউডারের কারণে শিশুটির শরীরের এক পাশ পুড়ে গিয়েছিল।
আজ রোববার বেলা দুইটার দিকে ড্রাম থেকে জীবিত অবস্থায় সদ্য জন্ম নেওয়া এই ছেলেশিশুকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। কে বা কারা এই নবজাতককে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব হোসেন প্রথম আলোকে জানান, নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার মারা গেছে।