চট্টগ্রাম নগরে দোকানপাট বন্ধে নতুন নির্দেশ

চট্টগ্রাম নগরে সন্ধ্যার থেকে পরদিন সকাল পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।

গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) কমিশনার মো.মাহাবুবর রহমান এ আদেশ দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, দোকানপাট খোলা থাকার সুযোগে সন্ধ্যার পর থেকে নগরের বিভিন্ন এলাকায় আড্ডা বসছে। অলিগলিতে জনসমাগম হচ্ছে। এতে করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এ অবস্থা বিবেচনায় সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত নগরীতে দোকানপাট বন্ধ রাখার আদেশ দিয়েছেন। তবে ওষুধের দোকান খোলা থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে দেশজুড়ে সাধারণ ছুটি চলছে। শুরুতে চট্টগ্রাম নগরে ওষুধ এবং মুদি দোকান ছাড়া হোটেল-রেস্তোরাঁসহ সব প্রতিষ্ঠানই বন্ধ থাকত।

পরে ২৯ মার্চ শর্তসাপেক্ষে নগরীতে খাবার দোকান, বেকারি ও রেস্তোরাঁ খোলার অনুমতি দেয় সিএমপি।