পটুয়াখালীতে ভারতীয় ৭ মুসল্লি বিশেষ কোয়ারেন্টিনে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলতলা গ্রামে আজ মঙ্গলবার বিকেলে তাবলীগ জামাতের সাত মুসল্লির বিশেষ কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাঁরা ভারতীয় নাগরিক।
তিন মাস আগে তাঁরা বাংলাদেশে আসেন। তাঁদের কোয়ারেন্টিনে থাকার সময় শেষ হওয়ায় গ্রামের মসজিদসংলগ্ন মারকাজ ঘরে (তালিম ঘর) বিশেষ কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করা হয়েছে।
রাঙ্গাবালী নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান প্রথম আলোকে বলেন, ভারতীয় নাগরিক এই সাত মুসল্লি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসেন। তাঁরা পটুয়াখালী সদরে ৩৩ দিন, কলাপাড়া উপজেলায় ১৮ দিন, গলাচিপা উপজেলায় ৭ দিন অবস্থান করে রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা হয়ে আজ বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলতলা গ্রামে আসেন।
মাশফাকুর রহমান বলেন, খাবারসহ নানা সমস্যার কারণে তাঁরা এখানে চলে এসেছেন বলে জানিয়েছেন। তাঁরা যাতে বাইরের কারও মাধ্যমে সংক্রমিত না হন, তাই গ্রামের মসজিদসংলগ্ন মারকাজ ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া তাঁদের আপতত প্রচার–প্রচারণা না চালাতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।