কাদেরকে নিয়ে গুজব, যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে খুলনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে নগরের বাগমারা মেইন রোড এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবকের নাম মো. রুহুল আমিন। তাঁর বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায়। তিনি তাজটিভি নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। ওই চ্যানেলে তিনি খবর প্রকাশ করেন, ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত।

এ ঘটনায় গতকাল রাত ১২টার দিকে ডিবির পরিদর্শক নাফিউর রহমান নগরের সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় রুহুল আমিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বলেন, ডিবির পক্ষ থেকে মামলার তদন্ত করা হবে। মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশ তৎপর আছে।