সাতক্ষীরার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ ঘোষণা

সাতক্ষীরা জেলার সঙ্গে অন্যান্য জেলা ও উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এ নির্দেশ দিয়েছেন।

এস এম মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার দুপুর একটায় জানানো হয়েছে, দেশের কয়েকটি জেলায় করোনা রোগী শনাক্ত হওয়ায় ওই সব জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। ওই সব জেলায় কর্মরত ব্যক্তিরা নিজ জেলায় ফেরার চেষ্টা করছেন। সাতক্ষীরা জেলাকে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থেকে মুক্ত রাখতে সাতক্ষীরা জেলার সঙ্গে পাশের জেলা ও আন্ত উপজেলার যানবাহন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। তবে রোগীবাহী গাড়ি, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি চলাচলে কোনো বাঁধা থাকবে না। অমান্যকারীর বিরুদ্ধে প্রচালিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য জেলা থেকে যানবাহন নিয়ে যাতে সাতক্ষীরা জেলায় ঢুকতে না পারে এ জন্য বিশেষ করে খুলনা-সাতক্ষীরা ও যশোর-সাতক্ষীরা সড়কসহ সাতক্ষীরার সাতটি উপজেলায় ঢোকার মুখে পাহারা বসানো হচ্ছে।