রাজবাড়ীতে পাঁচজনের করোনা 'পজিটিভ', সদর উপজেলা লকডাউন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজবাড়ীতে পাঁচজনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ। আক্রান্ত ব্যক্তিদের বয়স ২০ থেকে ৭০ বছরের মধ্যে। শনিবার দুপুরে সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে সদর উপজেলা লকডাউন করেছে প্রশাসন।

আক্রান্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছিল সদর হাসপাতালে। এরপর তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছিল। পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ার পর তাঁদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা, করোনা শনাক্ত হওয়া পাঁচজনই জ্বর, সর্দির মতো উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে আসেন। তাঁরা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি চলে যান। গত কয়েক দিনে এমন মোট ৩০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। ২৮ জনের পরীক্ষার প্রতিবেদন শনিবার সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছায়। এদের মধ্যে পাঁচজনের করোনা ‘পজিটিভ’ এসেছে। আক্রান্ত ব্যক্তিদের সবার বাড়ি রাজবাড়ী শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, ‘আক্রান্ত ব্যক্তিদের সবাই জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে এসেছিলেন। নমুনা সংগ্রহের পর তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছিল। আজ আমরা পরীক্ষার প্রতিবেদন পেয়েছি। আক্রান্ত পাঁচজনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনার প্রক্রিয়া চলছে।’

রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদুজ্জামান খান বলেন, আক্রান্ত ব্যক্তিরা বাড়িতে ছিলেন। তাই আশপাশের মানুষজন তাঁদের সংস্পর্শে আসতে পারেন। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে রাজবাড়ী সদর উপজেলার একটি এলাকার এক নারী অসুস্থ হয়ে পড়েন। তিনি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা করালে তাঁর করোনা ‘পজিটিভ’ আসে।