মাদারীপুরে নতুন করে শনাক্ত ৫, দুই উপজেলা লকডাউন

মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে শিবচর উপজেলায় তিনজন এবং কালকিনি ও রাজৈর উপজেলায় দুজন। রাতেই কালকিনি ও রাজৈর উপজেলাকে লকডাউন করা হয়েছে। শিবচর আগে থেকে লকডাউন। 

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ জন।
সিভিল সার্জন ও জেলা প্রশাসন সূত্র জানায়, গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ১১০ জনের নমুনা ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। এর মধ্যে ৭৬টির প্রতিবেদন এসেছে। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা সংগ্রহ করে ৫ জনের শরীরে করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে। তাঁদের মধ্যে শিবচরের তিনজনই প্রবাসীদের সংস্পর্শে গিয়ে এই ভাইরাসে আক্রান্ত হন। এ ছাড়া কালকিনি ও রাজৈর উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দুজনই ঢাকা থেকে এসেছেন।
মাদারীপুরের সিভিল সার্জন সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নতুন পাঁচজনই আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে গিয়ে আক্রান্ত হন। তাঁদের নিজ উপজেলায় আইসোলেশন ওয়ার্ডে আনার প্রক্রিয়া চলছে। রাতেই তাঁদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসাসেবা দেওয়া হবে।’
জানতে চাইলে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কালকিনি ও রাজৈর উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় ওই উপজেলা দুটিকে লকডাউন করতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। আর শিবচর উপজেলা আগে থেকেই লকডাউন করা রয়েছে। যেহেতু নতুন করে রোগী বাড়ছে, সেহেতু আগামীকাল করোনা প্রতিরোধ কমিটির সভা ডাকা হয়েছে। সেই সভায় পুরো মাদারীপুর জেলাকে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’