কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা এক নারী (৪৬) মারা গেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি আইসোলেশনে ভর্তি ছিলেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেনারেল হাসপাতালের সামনে সরকারি একটি প্রতিষ্ঠানে আইসোলেশন ওয়ার্ডে পাঁচজন ভর্তি ছিলেন। আজ দুপুরে একজন মারা যান। দুই দিন আগে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কুষ্টিয়ার মিরপুরের ওই নারী ভর্তি হয়েছিলেন। তাঁর নমুনা আগেই সংগ্রহ করা হয়েছিল। প্রতিবেদন এখনো হাতে পাওয়া যায়নি। প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।

জেলার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, বিশেষ ব্যবস্থায় ওই নারীর লাশ দাফন করা হবে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বিকেলে প্রথম আলোকে বলেন, মারা যাওয়া নারীর বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি আজ বেলা আড়াইটা থেকে লকডাউন করা হয়েছে।