সীতাকুণ্ডে সব ধরনের হাট-বাজার মাঠে নেওয়ার নির্দেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সব ধরনের হাট-বাজার, কাঁচাবাজার ও মাছের বাজার নিকটবর্তী খোলা মাঠে স্থানান্তরের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সীতাকুণ্ডের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তালিকাভুক্ত ২২টিসহ সব হাট-বাজার এই নির্দেশের আওতায় পড়বে।

গতকাল রোববার বিকেলে এ–সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট ইজারাদার, মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের কাছে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়। আজ সোমবার থেকে উপজেলার দৈনিক ও সপ্তাহিক কাঁচাবাজার ও মাছের বাজারের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।

ইউএনও মিল্টন রায় বলেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কাঁচাবাজার ও মাছের বাজারের দোকানদারদের নিরাপদ দূরত্বে দোকান স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত হবে। তবে প্রতিটি বাজার বিকেল পাঁচটার মধ্যে বন্ধ করতে হবে।