জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের বিরামপুর পৌর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে বিরামপুর পৌর শহরের পারভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ওই দিনই আব্দুল বাকী (৫৫) নামে একজন নিহত হন। অপরজন মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর নাম মোস্তাফিজুর রহমান (৩৬)।

এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের ১১ জন ব্যক্তি। সোমবার রাতেই বিরামপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করেছে। আটক আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

আটক ব্যক্তিরা হলেন এমদাদুল হক (৩৫), মামুনুর রশিদ (৪০), ইউসুফ আলী (২৩), গোলাম মোস্তফা (৩৮), ফরিদুল ইসলাম (৩২), এনামুল হক (৫৫), নুর আলম সিদ্দিকী (২৩), আব্দুল হাদী (৬০), সাহারুল ইসলাম (২৭) ও ইলিয়াস আলী (২২)। তাঁরা সবাই পারভবানীপুর এলাকার বাসিন্দা।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহত একজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।