ঝালকাঠি সদর উপজেলা লকডাউন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. জোহর আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। আজ সন্ধ্যা থেকে লকডাউন কার্যকর হবে।

সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের পূর্ব বিন্নাপাড়া গ্রামের একই পরিবারের তিনজনসহ চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হলো। এই পরিবারের সঙ্গে ছয়জন সংস্পর্শে আসার কারণে বুধবার তাঁদের নমুনা পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়। ছয়জনের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাঁকে হোম কোয়ারেন্টিনে রেখেছিল প্রশাসন। তবে তিনি হোম কোয়ারেন্টিনে না থেকে বুধবার ত্রাণ বিতরণ করেন। সে কারণে করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঘটার আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন সদর উপজেলাকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।

জেলা সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত ঝালকাঠি জেলায় ২৬৫ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। ১২০ জনের নমুনা বরিশালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ৬৯ জনের প্রতিবেদন এসেছে। তাঁদের মধ্যে চারজনের প্রতিবেদন পজিটিভ।