দুই মাস পর সিঙ্গাপুরের আইসিইউ থেকে ফিরলেন বাংলাদেশি

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সিঙ্গাপুরে করোনাভাইরাস সংক্রমণের শিকার বাংলাদেশের এক কর্মী দুই মাসের বেশি সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ফিরেছেন। ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশিকে বৃহস্পতিবার বিকেলে আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয়।

সিঙ্গাপুর থেকে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে এ তথ্য জানান।

হাইকমিশনার মোস্তাফিজুর রহমান জানান, গুরুতর ফুসফুসের সংক্রমণের শিকার ওই রোগী এখন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন। তাই ৬৭ দিন পর বৃহস্পতিবার তাঁর কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে ফেলা হয়েছে। পুরোপুরি সুস্থ করে তোলার অংশ হিসেবে এরপর তাঁকে স্পিচ থেরাপি দেওয়া শুরু হবে।

প্রসঙ্গত করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর গত ১ ফেব্রুয়ারির হাসপাতালে যান ওই বাংলাদেশি কর্মী। এরপর ৭ তারিখ চেঙ্গি হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ভর্তি হন। ৮ তারিখ স্বাস্থ্য পরীক্ষার পর তাঁর করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়। অসুস্থ ওই বাংলাদেশি সিঙ্গাপুরে করোনাভাইরাসের সংক্রমণের শিকার প্রথম বিদেশি। তারপর আরও চার বাংলাদেশি আক্রান্ত হলেও সুস্থ হয়ে তারা হাসপাতাল ছেড়ে যান।

আইসিইউতে দুই মাসের বেশি সময় জীবন-মৃত্যু সন্ধিক্ষণে থাকা এই বাংলাদেশি আগ থেকেই ফুসফুস, কিডনি জটিলতায় ভোগার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। আইসিইউতে থাকা ওই বাংলাদেশি গত ৩০ মার্চ ছেলের বাবা হন।