উপমন্ত্রীর গাড়িতে করে চট্টগ্রামে পৌঁছেছে ১ হাজার ৯২০টি কিট

করোনা পরীক্ষার জন্য আরও ১ হাজার ৯২০টি কিট ঢাকা থেকে চট্টগ্রাম এসে পৌঁছেছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ফৌজদারহাটের বিআইটিআইডিতে কিটগুলো পৌঁছায়।

এর আগে বিকেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নিজে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিটগুলো রি-এজেন্টসহ গ্রহণ করেন। এরপর উপমন্ত্রী তাঁর নিজের গাড়িতে তা চট্টগ্রাম পাঠানোর ব্যবস্থা করেন। মহিবুল হাসান চৌধুরী বলেন, আগে চট্টগ্রামে ৯৬০টি কিট পাঠানো হয়েছিল। কিন্তু রি-এজেন্ট না থাকায় তা ব্যবহারে সমস্যা দেখা দেয়। এখন নতুন করে ১ হাজার ৯২০টি কিট রি-এজেন্টসহ পাঠানো হয়।

চট্টগ্রামে কিটের সংখ্যা কমে আসায় ভবিষ্যতে করোনা পরীক্ষা নিয়ে অনিশ্চিয়তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর মহিবুল হাসান ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলেন। পরে বৃহস্পতিবার বিকেলে কিট পাওয়া যায়। তাঁরা চট্টগ্রামের জন্য আরও পাঁচ হাজার কিটের চাহিদপত্র দেন বলে জানা গেছে।

বিআইটিআইডির সহযোগী অধ্যাপক শাকিল আহমেদ বলেন, যা কিট ছিল তা দিয়ে শুক্রবার পর্যন্ত চালানো যেত। এখন নতুন কিট এসে গেছে। আরও অনেক দিন যাবে।