পীরগঞ্জে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে এক যুবকের মৃত্যু, সাত বাড়ি লকডাউন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রংপুরের পীরগঞ্জে এক যুবকের (২৯) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের নিজ বাড়িতে তিনি মারা যান। এ ঘটনায় মারা যাওয়া যুবকের পরিবারের আটজন সদস্যকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ওই যুবকের বাড়ির পাশের সাতটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৩ দিন আগে ওই যুবক নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। নারায়ণগঞ্জে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম এ মমিন প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জ থেকে আসার পর থেকে ওই যুবক কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ ভোরে নিজ বাড়িতে তিনি মারা যান।

ইউএনও আরও জানান, মৃত্যুর এক দিন আগে গতকাল বৃহস্পতিবার ওই যুবকের করোনার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে পরীক্ষার ফলাফল পাওয়া পর তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না, তা জানা যাবে।