জয়পুরহাটে সরকারি চালসহ তরুণ আটক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাইয়ে সরকারি ১৪ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মাত্রাই গুচ্ছগ্রামের একটি বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। এ সময় রানা (২২) নামের এক তরুণকে আটক করা হয়েছে।

কালাই থানার পরির্দশক (তদন্ত) আবদুল মালেক বলেন, জব্দকৃত চালগুলো ত্রাণের বলে আটক ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছেন।

থানা সূত্রে জানা গেছে, মাত্রাই গুচ্ছগ্রামের রানার বাড়িতে সরকারি চাল মজুত করা হয়েছে বলে পুলিশ জানতে পারে। গতকাল রাতে পরির্দশক (তদন্ত) আবদুল মালেকের নেতৃত্বে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশ রানার ঘর থেকে লুকিয়ে রাখা ১৪ বস্তা চাল জব্দ করে। একেকটি বস্তায় ৩০ থেকে ৪০ কেজি চাল আছে। এ সময় রানাকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। রানা দাবি করেছেন, এনামুল হক নামের এক ব্যক্তি চালগুলো তাঁর বাড়িতে রেখে গেছেন। এনামুল হক সরকারি চাল কেনাবেচার সঙ্গে জড়িত।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লতিফ খান বলেন, সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

গত ১২ দিনে জয়পুরহাটে সরকারি চাল মজুতের অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। এসব ঘটনায় ছয়টি মামলা হয়েছে।