হোসেনপুরে আরও একজনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি হোসেনপুর উপজেলার বাসিন্দা। পেশায় একজন শিক্ষক। এ নিয়ে জেলায় মোট ৫৩ জন আক্রান্ত হলেন। এ ছাড়া গতকাল শুক্রবার ৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার রাতে হোসেনপুরে একজনের আক্রান্ত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হোসেনপুরের উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন। তিনি জানান, রোগী ময়মনসিংহ থেকে রক্তের ডায়ালাইসিস করতে গিয়ে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ১৫ এপ্রিল হোসেনপুর উপজেলার এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়।

এদিকে গত ১১ এপ্রিল ঢাকা থেকে আসা উপজেলার ধনকুড়া গ্রামের এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়নি।

গতকাল বিকেলে কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন মো. মুজিবুর রহমান জানান, গত বৃহস্পতিবার জেলা থেকে ২৯ জনের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছিল। এতে নতুন করে চারজন চিকিৎসকসহ ১৮ জনের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। 

মোট আক্রান্ত ৫৩ জনের মধ্যে ১১ জন চিকিৎসক রয়েছেন। জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন জানান, গতকাল জেলার ৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।