কাশিয়ানীতে চার করোনা রোগী শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত চারজন রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মাদ ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাইয়ূম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কাউয়ূম তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আক্রান্ত রোগীদের মধ্যে কাশিয়ানী ইউনিয়নে আক্রান্ত একজনের বয়স ৫৮ বছর, মহেশপুরের একজনের বয়স ৩৫ বছর এবং সাজাইল ইউনিয়নের দুজনের বয়স যথাক্রমে ১৪ ও ৩৬ বছর। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১৩ এপ্রিল তাঁরা ঢাকা থেকে কাশিয়ানীতে আসেন। এরপর আমরা তাঁদের খোঁজ পেয়ে ওই সব এলাকায় গিয়ে তাঁদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিই।’

কাউয়ূম তালুকদার আরও বলেন, ‘১৫ এপ্রিল আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল শুক্রবার রাতে তাঁদের পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। আজ আমরা ওই রোগীদের সংস্পর্শে (কন্টাক্ট ট্রেসিং) আসা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা করব। এ ছাড়া তাদের নমুনা সংগ্রহ করে আইইসিডিআরে পাঠানো হবে।’

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, উপজেলার তিনটি ইউনিয়নের চারজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের বাড়িগুলোয় আজ লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।