শ্রমিকদের উস্কানির অভিযোগে ট্রেড ইউনিয়ন নেতা আটক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার সাভারের আশুলিয়া থেকে জাতীয় যুব কল্যাণ বাংলাদেশের স্বঘোষিত চেয়ারম্যান ও ট্রেড ইউনিয়ন ঢাকা জেলার সভাপতি শাহিন মণ্ডলকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাঁকে আটক করে র‌্যাব-১১। তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গার্মেন্টসশ্রমিকদের উস্কানি দেওয়া ও গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

র‌্যাব–১১–এর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহীন মণ্ডল তাঁর ফেসবুক পেজে গার্মেন্টসশ্রমিকদের উস্কানি দিচ্ছিলেন এবং গুজব ছড়াচ্ছিলেন। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিজিএমইএ ও বিকেএমইএ দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রমিকদের উসকে দিতে গুজব ছড়াচ্ছিলেন শাহীন। শাহীন ফেসবুকে অভিযোগ করেন, কারখানা বন্ধের নামে দেশে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। তিনি বিজিএমইএর সভাপতি রুবানা হকের পদত্যাগের দাবি জানান। শ্রমমন্ত্রীর সমালোচনা করেন।