রাজশাহীতে আইসোলেশনে মৃত তরুণ করোনায় আক্রান্ত ছিলেন না

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীর সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তরুণ (১৯) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। আজ রোববার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চিকিৎসকেরা এ তথ্য জানিয়েছেন।

সংবাদ ব্রিফিংয়ে করোনা চিকিৎসক দলের আহ্বায়ক ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হক আজাদ বলেন, গতকাল শনিবার আইসোলেশন ইউনিটে থাকা পাঁচজন রোগীর নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ওই পাঁচজনেরই করোনা নেগেটিভ এসেছে। এই পাঁচজনের মধ্যে গতকাল নাটোরের নলডাঙ্গা উপজেলার এক তরুণের মৃত্যু হয়। ওই তরুণ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

গত শুক্রবার সন্ধ্যায় ওই তরুণকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তখন তাঁকে করোনা রোগীদের জন্য নির্ধারিত রাজশাহীর সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান ওই তরুণ।