বিএনপিকে চীনা কমিউনিস্ট পার্টির ১০ হাজার মাস্ক

সুরক্ষা সামগ্রী হিসেবে বিএনপিকে মাস্ক দিয়েছে চায়না কমিউনিস্ট পার্টি। ছবি: সংগৃহীত
সুরক্ষা সামগ্রী হিসেবে বিএনপিকে মাস্ক দিয়েছে চায়না কমিউনিস্ট পার্টি। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য অনুদান হিসেবে বিএনপিকে মাস্ক পাঠিয়েছে চায়না কমিউনিস্ট পার্টি। আজ বুধবার বিএনপির একটি প্রতিনিধি দল চীনা দূতাবাস থেকে এই মাস্ক সংগ্রহ করেছে।

বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, চায়না কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য অনুদান হিসেবে ১০ হাজার মাস্ক পাঠিয়েছে। তা জানানো হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য শামা ওবায়েদকে।

শায়রুল জানান, আজ বেলা ১১ টার দিকে চীনা দূতাবাসে গিয়ে বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন এসব মাস্ক সংগ্রহ করেন।

এ অনুদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চায়না কমিউনিস্ট পার্টি ও ঢাকার চীনা দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন।