বাগমারায় জ্বর-সর্দিতে মৃত কৃষক করোনায় আক্রান্ত ছিলেন না

রাজশাহীর বাগমারায় জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়া নিয়ে মারা যাওয়া কৃষক (৫২) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। রাজশাহীর ল্যাবে পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ এসেছে। আজ শনিবার ল্যাবের ফলাফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই ব্যক্তি কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজের বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। তিনি সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বাড়িতে বসেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। পরে ডায়রিয়াতে আক্রান্ত হন। ২২ এপ্রিল সকালে নিজ বাড়িতে তিনি মারা যান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল তাঁর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে রাজশাহীর ল্যাবে পাঠায়। একই সঙ্গে তাঁর বাড়িসহ দুটি বাড়ি লকডাউন করা হয় এবং লাশ দাফন ও জানাজার সঙ্গে সম্পৃক্তদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়।

®উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। ফলে ওই বাড়ির সব সদস্য, লাশ দাফন ও জানাজার সঙ্গে সম্পৃক্তদের কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই।