করোনা আক্রান্ত শুনে গেলেন শ্বশুরবাড়ি

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এক ব্যক্তি (৪৬) করোনাভাইরাসে আক্রান্ত জানার পর ঢাকার ধামরাই উপজেলায় শ্বশুরবাড়িতে যান। খবর পেয়ে প্রশাসন ধামরাইয়ে তাঁর শ্বশুরবাড়ির আশপাশের ৪০টা এবং তার পার্শ্ববর্তী মির্জাপুর উপজেলার ২০টি বাড়ি লকডাউন করেছে।

স্থানীয় ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি রাজবাড়ীতে চাকরি করেন। জ্বর–সর্দির মতো উপসর্গ থাকায় তিনি ২৩ এপ্রিল ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা দেন। নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। বিষয়টি গোপন করে তিনি ২৫ এপ্রিল ঢাকার ধামরাই উপজেলায় শ্বশুরবাড়িতে যান। তাঁর শ্বশুরবাড়ির গ্রাম ও মির্জাপুর উপজেলা সীমানা লাগোয়া।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মালেক গতকাল সোমবার দুপুরে মির্জাপুর ও ধামরাই উপজেলার ৬০টি বাড়ি লকডাউন করার খবরের সত্যতা নিশ্চিত করেন। লকডাউনের সময় ওই সব বাড়ির বাসিন্দাদের কিছু প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে তা সরবরাহ করা হবে।