যে বাজারে সদাই করতে টাকা লাগে না

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বন্ধুত্বের বাজার থেকে যেকেউ তাঁর প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন। বিনিময়ে কোনো টাকা লাগবে না। উত্তরায় এমনই এক বাজার চালু করে খেটে খাওয়া নিম্নবিত্ত, মধ্যবিত্তদের পাশে দাঁড়িয়েছে থ্যাঙ্ক ইউ ফাউন্ডেশন নামের একটি সংগঠন।

করোনা পরিস্থিতির শুরু থেকেই খাদ্যসামগ্রী দিয়ে দুস্থদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। তবে এই মাসের ২৫ তারিখে উত্তরার ৬ নম্বর সেক্টরে বন্ধুত্বের বাজার চালু করে তারা।

সংগঠনটির এক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে মূলত এই পরিস্থিতিতে বিপদে পড়া পরিবারগুলোই এখান থেকে বাজার করতে পারবেন। তবে টাকা লাগবে না।

প্রথম আলোকে বিষয়টি আরেকটু ব্যাখ্যা করেন সংগঠনের সদস্য ইমরান রানা। তিনি বলেন, ‘মূলত উত্তরার বাসিন্দাদের জন্যই এই উদ্যোগ। আমরা নিজেরাই দুর্দশাগ্রস্ত পরিবারের একটি তালিকা করেছি। তালিকা মোতাবেক প্রতিদিন ২৫টি পরিবারকে ফোন করা হয়। তারা এসে তাদের চাহিদা মোতাবেক পণ্য নিয়ে যায়। তবে কারও সাহায্যের দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করে এসে সাহায্য নিয়ে যেতে পারেন।’ তিনি জানান, রমজান মাসজুড়ে এই কার্যক্রম চালু থাকবে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আপাতত নিজেদের মধ্য থেকে অর্থ জোগান দিলেও যেকেউ চাইলে সাহায্য করতে পারেন সংগঠনটিকে। 01703979767 (বিকাশ); 347 891 9280 (USA, Canada); +817016710421 (Japan)

কারও সাহায্যের দরকার হলে থ্যাঙ্ক ইউ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগের জন্য এই নম্বরগুলো ব্যবহার করা যেতে পারে— 01918802894, 01676940102।