খুলনার ল্যাবে আরও তিনজন শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ল্যাবে ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাবিষয়ক মুখপাত্র চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, গতকাল ১৪২টি নমুনা পরীক্ষার মধ্যে তিনজনের করোনা ‘পজিটিভ’ পাওয়া গেছে। তাঁদের একজনের বাড়ি রূপসা উপজেলার দেয়ারা গ্রামে। একজন মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ান এবং অন্যজনের বাড়ি সাতক্ষীরায়। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স, কর্মকর্তা, কর্মচারীদের ৩০টি নমুনা পরীক্ষা করা হয়। তবে তাঁর সব কটিই নেগেটিভ এসেছে।

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় এ পর্যন্ত ২৩ জনের করোনা ‘পজিটিভ’ হয়েছে। এর মধ্যে ১৪ জনই খুলনার। তাঁদের মধ্যে ৭ জন খুলনা নগরের এবং বাকি সাতজন রূপসা উপজেলার। ওই ১৪ জনের মধ্যে তিনজন চিকিৎসক, একজন নার্সসহ সাতজন স্বাস্থ্যকর্মী রয়েছে। ওই তিনজন চিকিৎসক ঢাকায় চিকিৎসাধীন।