কেরানীগঞ্জে আরও ৫ পুলিশের করোনা শনাক্ত, মোট ২০

কেরানীগঞ্জে পুলিশের আরও ৫ জন সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রোববার পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার ২০ জন করোনা ‘পজিটিভ’ হলেন। এদিকে আগের আক্রান্ত লোকজনের মধ্যে একজন সুস্থ হয়ে রোববার বাড়ি ফিরেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, থানার পুলিশ সদস্যরা করোনা পরিস্থিতি মোকাবিলায় নানাভাবে কাজ করছেন। এর মধ্যে রয়েছে করোনায় আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো, লকডাউন নিশ্চিত করা, ত্রাণ বিতরণ, টহল, তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা। এসব কার্যক্রমে অংশ নিতে গিয়ে পুলিশ সদস্যদের সরাসরি জনসাধারণ এবং আক্রান্ত রোগীদের সংস্পর্শে যেতে হচ্ছে। এতে করে তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বাড়ছে।।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে থানার পুলিশ সদস্যদের নমুনা নিয়ে পরীক্ষা করানো হচ্ছে। রোববার যেসব প্রতিবেদন হাতে এসেছে, তার মধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। আগের ১৫ জন নিয়ে থানার করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা এখন ২০। এর আগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহানউদ্দিন। তিনি সুস্থ্য হয়ে রোববার বাড়িতে ফিরেছেন।
ওসি কাজী মাইনুল ইসলাম আরও বলেন, ‘আক্রান্ত ব্যক্তিদের ইতিমধ্যে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। আমরা আগের মতোই থানার জনসাধারণের স্বাভাবিক সেবা দিয়ে যাচ্ছি। এ ছাড়া পুলিশ সদস্যরা টহল দল ও তল্লাশিচৌকিতেও কাজ করে যাচ্ছেন। আইনের সেবা নিশ্চিত করতে আমরা জনসাধারণের পাশে আছি।’