সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট, এক মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে নুরুল কবির নামের এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তিনি।

গ্রেপ্তার নুরুল কবির যোবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ। তাঁর বাড়ি সীতাকুণ্ড পৌর সদরের সোবহানবাগে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গত শুক্রবার সাঈদীর মুক্তি চেয়ে ফেসবকুকে একটি পোস্ট দেন নুরুল কবির। এ ঘটনার পরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই অধ্যক্ষকে গ্রেপ্তারের দাবি জানান। সমালোচনার মুখে ওই অধ্যক্ষ তাঁর পোস্টটি সরিয়ে ফেলেন।

পুলিশ জানিয়েছে, গতকাল অধ্যক্ষ নুরুল কবিরকে আসামি করে বারৈয়ারঢালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এর আগে ২০১৫ সালে নাশকতার অভিযোগে তাঁর বিরুদ্ধে চারটি মামলা হয়। সব কটি মামলায় তিনি জামিনে আছেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক সুমন বণিক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে অধ্যক্ষ নুরুল কবিরের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।