চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আঠারোবাঁকী নদীর চর দখল নিয়ে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে আলী খাঁ (৪০) নামের এক কৃষক নিহত এবং ১০ জনের মতো আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যার দিকে কালিয়া উপজেলার চরবল্লাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার পূর্ব-দক্ষিণ সীমান্তে আঠারোবাঁকী নদীর চর দখল নিয়ে চরবল্লাহাটি গ্রামের আজিজুল ঠাকুরের সঙ্গে একই গ্রামের আলী খাঁর বিরোধ চলে আসছে। এর জের ধরে আজ ইফতারের আধা ঘণ্টা আগে আজিজুল তাঁর সমর্থকদের নিয়ে চরটি দখল নিতে গেলে উভয় পক্ষের সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শী ইলিয়াস হোসেন ও ইয়াছিন আলী জানান, উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আলী খাঁ (৪০), নাসির খাঁ (৪৫), শানাল খাঁ (৩৮), জহুর মোল্লা (৬০), আজিজুল ঠাকুরসহ (৪৩) অন্তত ১০ জন আহত হন। গুরুতর অবস্থায় তাঁদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছু সময় পর আলী খাঁ মারা যান। আলী খাঁ মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নড়াইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম বলেন, ‘সংঘর্ষে আলী খাঁ মারা গেছেন বলে খবর পেয়েছি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।