ব্রাহ্মণবাড়িয়ার কারা চিকিৎসক করোনায় আক্রান্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগারের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ঘটনায় চারজন বন্দীসহ ছয়জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কারা চিকিৎসক ইনজামাম উল হক ব্রাহ্মণবাড়িয়া শহরের নিজ বাসায় আইসোলেশনে (সঙ্গনিরোধ) রয়েছেন।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দী ও ২০ জন কারারক্ষী কেরানীগঞ্জ ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

কারাগার সূত্র জানায়, কয়েক দিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় কারা চিকিৎসক ইনজামাম উল হকের এক বন্ধুর করোনাভাইরাস শনাক্ত হয়। তিনিও পেশায় চিকিৎসক। ইনজামাম উল হক ওই বন্ধুর সঙ্গে চলাফেরা করতেন। তাঁর শুষ্ক কাশি দেখা দিলে ইনজামাম তাঁকে পরীক্ষা করাতে নিয়ে যান। পরীক্ষায় ইনজামামের বন্ধুর করোনা শনাক্ত হয়। এরপর থেকে ইনজামামেরও শুষ্ক কাশি শুরু হয়। গত বৃহস্পতিবার ইনজামামের করোনা পরীক্ষা হয়। গত রোববার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেন আজ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ইনজামাম উল হক ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগারে প্রেষণে কর্মরত আছেন। তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাঁর সংস্পর্শে আসা চার বন্দীকে কারাগারের একটি ওয়ার্ডে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ ছাড়া কারা হাসপাতালের একজন ফার্মাসিস্ট ও একজন নার্স ব্রাহ্মণবাড়িয়া শহরের নিজ বাসায় কায়ারেন্টিনে আছেন।