সিলেট বিভাগে আরও পাঁচজন করোনায় আক্রান্ত

সিলেট বিভাগে এক দিনে নতুন আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় ২৬৭ জন করোনা রোগী শনাক্ত হলেন। গতকাল শুক্রবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য জানিয়েছে।

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে গতকাল ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। নতুন আক্রান্ত ব্যক্তিরা সিলেট শহর এবং কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাবে ধরমপাশা উপজেলার ১৬ জনের নমুনা পরীক্ষা করার পর এ ফলাফল আসে।

সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হওয়া ২৬৭ জনের মধ্যে হবিগঞ্জের ৯০, সিলেটের ৮৩, সুনামগঞ্জের ৫৯ ও মৌলভীবাজারের ৩৫ জন রয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে তিনজন মারা গেছেন। এঁদের মধ্যে একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন (৪৭)।