রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম আলো ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম আলো ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি নিয়োগে অধ্যাদেশ লঙ্ঘন করার অভিযোগ এনে উপাচার্যসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অধ্যাপক মু. আলী আসগর। সোমবার অধ্যাপক আলী আসগরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এই নোটিশ পাঠান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান, সহ-উপাচার্য আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী এবং কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক সালেহা জেসমিনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে লিগ্যাল নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, ২০১৭ সালের ৯ মে ওই বিভাগের সভাপতি পদে অধ্যাপক সাইফুল ইসলামকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বছরের ৮ মে তার মেয়াদ শেষ হয়। এরপর জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপক আলী আসগরের সভাপতি হওয়ার কথা। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক আলী আসগরের পরিবর্তে তাঁর জুনিয়র অধ্যাপক আবুল কালাম আজাদকে সভাপতি নিয়োগ দিয়েছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩–এর ২৯ ধারার লঙ্ঘন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এ বারী এখনো পর্যন্ত কোনো লিগ্যাল নোটিশ পাননি বলে জানিয়েছেন। তবে অধ্যাপক আবুল কালাম আজাদকে সভাপতি নিয়োগের পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, অধ্যাপক আলী আসগরের বিরুদ্ধে গুরুতর অভিযোগের তদন্ত চলমান থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে সভাপতি নিয়োগ দেয়নি।