সৈয়দপুরে ব্যাংক ও এনজিও কর্মকর্তার করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

নীলফামারীর সৈয়দপুরে নতুন করে আরও দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সৈয়দপুরের ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা ও শার্প নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা রয়েছেন। তাঁরা দুজনই সৈয়দপুর পৌর এলাকার বাসিন্দা বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

গতকাল শুক্রবার রাতে নীলফামারী জেলায় সাতজনের করোনা সংক্রমণ শনাক্ত হয়। এর মধ্যে সৈয়দপুরের ওই দুজন রয়েছে। করোনা নিশ্চিত হওয়ার পর পরই উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার শহরের শার্প এনজিও মূল কার্যালয় এবং আক্রান্ত অপরজনের বাসাসহ আশপাশের বাসা–বাড়ি লকডাউন করে দেন। শুক্রবার রাতে জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ এ তথ্য নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত ৭ জনের মধ্যে জেলার ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের মা ও ছেলে, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থকর্মী, জলঢাকা উপজেলার মীরগঞ্জহাটের চা–দোকানদার, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ভ্যাকসিন ক্যারিয়ার রয়েছেন।