সাতক্ষীরায় হাসপাতালে জ্বর-শ্বাসকষ্টে নারীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে জ্বর ও শ্বাসকষ্টে এক নারীর (৩২) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত দেড়টার দিকে তিনি মারা যান। তাঁর বাড়ি সাতক্ষীরা সদরেই। তিনি ঢাকা থেকে ফিরেছিলেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস মন্ডল বলেন, ওই রোগী ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। গত সোমবার তিনি সাতক্ষীরায় তাঁর বাড়িতে ফেরেন। গত বুধবার সকালে তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলে তাঁকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। বিকেলে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। ওই দিনই রোগীর নমুনা নিয়ে করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকাল শনিবার রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বলেন, গতকাল রাতেই রোগীর লোকজন মরদেহ নিয়ে বাড়িতে চলে যান। তাঁকে স্বাভাবিকভাবে দাফন করা হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তাদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে।