নোয়াখালীতে আইসোলেশনে একজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এক দিনের ব্যবধানে নোয়াখালীতে আইসোলেশন ইউনিটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে তাঁর মৃত্যু হয়।

হাসপাতালে ভর্তির দেড় ঘণ্টার মাথায় ওই ব্যক্তি মারা যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেন। তাঁর বাড়ি শহরের দত্তেরহাট এলাকায়।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদউদ্দিন চৌধুরী আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি আজ সকাল ১০টার দিকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ভর্তি হন। পরবর্তীতে রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি চার-পাঁচ দিন ধরে জ্বরে ভুগছেন। তাৎক্ষণিক তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে স্থানান্তরের কিছুক্ষণ পর তিনি মারা যান।

এর আগে গত শুক্রবার রাত সোয়া একটার দিকে হাতিয়া উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আইসোলেশনে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। তিনি জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে গত ১৫ দিনে নোয়াখালীতে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হলো। এর মধ্যে দুজনই নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে মারা গেছেন।