কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের তুলাতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় তিলক পাল (২৮) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় সুমন মিয়া (১৮) ও তানজিল হোসেন (২৪) নামে তাঁর সঙ্গে থাকা দুই ব্যবসায়ী গুরুতর আহত হন।

কলাপাড়া থানা–পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কলাপাড়া উপজেলার বাবলাতলা বাজার থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে পৌর শহরে ফিরছিলেন তিলক পালসহ তিনজন। তিলক মোটরসাইকেল চালাচ্ছিলেন। তুলাতলী এলাকায় মোটরসাইকেলের সামনের চাকা ফেটে যায়। তুলক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। তাঁর সঙ্গে থাকা সুমন ও তানজিল পাশের পুকুরে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জে এইচ খান লেলীন বলেন, তিলক স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে পথেই মারা যান। বাকি দুজনের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর একটি পা ও হাত ভেঙে গেছে। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। তানজিলের জখমও গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আশাদুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।