নরসিংদীতে করোনা শনাক্তের সংখ্যা ৩০০ ছাড়াল

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০৬ জনে। এ ছাড়া শুধু সদর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ২০৩ জন।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন মো. ইব্রাহীম।

জানা গেছে, গত ৭ এপ্রিল পলাশ উপজেলায় প্রথম করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তিকে শনাক্ত করা হয়। ১১ দিন পর গত ১৮ এপ্রিল আক্রান্তের সংখ্যা ১০০ হয়। এর ২০ দিন পর ৮ মে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২০০ তে। পরের ৯ দিনে এই সংখ্যা ৩০০ ছাড়ায়।

সিভিল সার্জনের কার্যালয় জানায়, গত বৃহস্পতিবার করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে ১০৪ জনের নমুনা রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল রাত ১১টার দিকে এসব নমুনা পরীক্ষার ফলাফলে তাদের মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ আসে। তাদের মধ্যে সদর উপজেলার ১৩ জন। অন্যজনের বাড়ি রায়পুরা উপজেলায়।

জেলা সিভিল সার্জন মো. ইব্রাহীম প্রথম আলোকে বলেন, নতুন করে ১৪ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ায় পুরো জেলায় আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়াল। এরই মধ্যে ৪ জন কোভিড–১৯ রোগী মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৫৯ জন।