সাগর থেকে ফিরছে মাছ ধরার ট্রলার

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো উপকূলে ফিরতে শুরু করেছে। সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বঙ্গোপসাগর থেকে অধিকাংশ ট্রলার বরগুনার পাথরঘাটায় ফিরেছে। বাকি ট্রলারগুলো মঙ্গলবার বিকেলের মধ্যেই তীরে ফিরতে সক্ষম হবে বলে জানিয়েছেন ট্রলার মালিক সমিতির নেতারা।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সূত্রে জানা গেছে, জেলায় তিন শতাধিক ট্রলার রয়েছে। মে মাসের শুরুর দিকে ট্রলারগুলো মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরের গভীরে যায়। কিছু ট্রলার তীরের কাছাকাছি থাকায় সেগুলো গতকাল সোমবার নিরাপদে তীরে ফিরেছে।

এফবি সাইফ-২ নামের একটি ট্রলারের চালক জামাল জানান, ট্রলারটি তীর থেকে ৫৫ কিলোমিটার দূরে মাছ শিকারে গিয়েছিল। রেডিওতে তাঁরা ঝড়ের খবর শুনে দ্রুত ট্রলার চালিয়ে পাথরঘাটায় ফেরেন।

দক্ষিণ জোন কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মেহেদি হাসান বলেন, গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০০টির মতো ট্রলার সাগর মোহনা থেকে নিরাপদে ফিরতে সক্ষম হয়েছে। এখনো বেশ কিছু ট্রলার ফিরছে।