ময়মনসিংহে আরও ১৫ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে ময়মনসিংহে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪৯ জন।

সিভিল সার্জন এবিএম মসিউল আলম বলেন, নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে তারাকান্দা উপজেলায় পাঁচজন, সদরে চারজন, ফুলপুরে দুজন, ফুলবাড়িয়ায় একজন আছেন। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তিনজন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে রেখে মনিটরিং করা হচ্ছে।

ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন, ১৮৪ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। ১২২ জন সুস্থ হয়েছেন। এ ছাড়া দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং পাঁচজনের মৃত্যু হয়েছে।