সিএমএসডির পরিচালক পদে রদবদল

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে কেন্দ্রীয় ঔষধাগার থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনীর) এই কর্মকর্তাকে প্রেষণ পদ থেকে প্রত্যাহারপূর্বক বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্তে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যার্পণ করা হলো।'

প্রজ্ঞাপনটি আজ শনিবার জারি করা হয়।

উল্লেখ্য স্বাস্থ্যখাতে কেনাকাটার কাজটি সিএমএসডি করে থাকে।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের পদে নিয়োগ দেওয়া হয়েছে আবু হেনা মোরশেদ জামানকে। তিনি বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনে ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে নিয়োজিত ছিলেন।
এই প্রজ্ঞাপনটিও জারি হলো আজ।