ঈদের দিনে ঝড়, কালীগঞ্জে ২৫৯টি পরিবার ক্ষতিগ্রস্ত, দুই শিশু আহত

লালমনিরহাট
লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জের চলবলা ও দলগ্রাম ইউনিয়নে আজ সোমবার সকালে ঝড়ের তাণ্ডবে ২৫৯টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় চলবলার নিথক গ্রামে ঘরের ওপর গাছের ডাল পড়ে দুই শিশু আহত হয়।

চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ইউনিয়নের ছয়টি গ্রামের ওপর দিয়ে শক্তিশালী ঝড় বয়ে যায়। এতে গাছপালা উপড়ে, ভেঙে ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। ঘরের ওপর গাছের ডাল পড়ে আহত হয়েছে নিথক গ্রামের দুলাল মিয়ার দুই শিশু সন্তান রিফাত হোসেন (৯) ও সুমাইয়া খাতুন (১২)। বর্তমানে তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বলেন, চলবলা ও দলগ্রাম ইউনিয়নের ক্ষতিগ্রস্ত গ্রামগুলো তিনি পরিদর্শন করেছেন। সম্পূর্ণ ও আংশিক মিলিয়ে ২৫৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারকে জরুরি ত্রাণ হিসেবে চাল ও আলু দেওয়া হয়েছে।