বাঁশখালীতে আধিপত্য বিস্তারকে ঘিরে নিহত ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে ঈদের দিনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন। তাঁর নাম মো. এরফান (৩৫)। আহত হয়েছেন চারজন।

আজ সোমবার বিকেল পাঁচটায় বাহারছড়া ইউনিয়নের রত্নপুরে এলাকায় ঘটনাটি ঘটে।

আহত চারজন হলেন মুন্সি আলম (৩৫), মোহাম্মদ মুসা (৪৫), জাফর আহমদ (৬৫) এবং নূর মোহাম্মদ (৩৫)।
স্থানীয় মোহাম্মদ কালু এবং মোহাম্মদ আজিজের পক্ষের মধ্যে মারামারির ঘটনাটি ঘটে। হতাহতরা মোহাম্মদ আজিজের পক্ষের লোক।

স্থানীয় সূত্রে জানা যায়, আগে থেকে এই দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। আজ বিকেলে দুই শিশুর মধ্যে মারামারি থেকে বড়দের মধ্যে মারামারির সূত্রপাত হয়। একপর্যায়ে খুনোখুনিতে জড়ায় দুই পক্ষ।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) বিমল কুমার দাশ বলেন, নিহত ব্যক্তিকে ধারালো অস্ত্র নিয়ে হাতে, কপালে এবং মাথায় কোপানো হয়। তাঁকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।