স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় কলেজছাত্রের কারাদণ্ড

প্রতীকী ছবি। এএফপি
প্রতীকী ছবি। এএফপি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্কুলছাত্রীকে (১৫) উত্ত্যক্ত করায় এক কলেজছাত্রকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান এ কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওই কলেজছাত্র হলেন সবুজ বৈষ্ণব (২৬)। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, সবুজ বৈষ্ণব বিবাহিত। তিনি এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। মেয়েটিকে পথে ঘাটে প্রেমের প্রস্তাব দিতেন তিনি। বিষয়টি মেয়েটির বাবা স্থানীয় লোকজনকে জানালে তাঁরা সবুজকে এসব করতে নিষেধ করেন। এরপরও তিনি মেয়েটিকে উত্ত্যক্ত করে যাচ্ছিলেন। মঙ্গলবার মেয়েটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে। সন্ধ্যায় পুলিশ সবুজকে আটক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আজ বুধবার সকালে দণ্ডপ্রাপ্ত সবুজ বৈষ্ণবকে কারাগারে পাঠানো হয়েছে।