আগুনের ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের মামলা

ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা। ছবি: সংগৃহীত
ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়েএই অপমৃত্যুর মামলা করে। গতকাল রাত নয়টার পরে হাসপাতালের করোনা ইউনিটে আগুন লাগে। এ ঘটনায় ৫ জন ঘটনাস্থলেই প্রাণ হারান।

গুলশান থানার উপপরিদর্শক সিনথিয়া আক্তার প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে এগারোটার দিকে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ মামলাটি করেছে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পরিচালক ( অপারেশন্স অ্যান্ড মেইনটেনেন্স) লে কর্নেল জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রধান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন।