রংপুরে করোনায় আরও একজনের মৃত্যু

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

রংপুরে করোনাভাইরাসে সংক্রমিত আরও এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় করোনা আইসোলেশন হাসপাতালে তিনি মারা যান।

করোনা হাসপাতালের তত্ত্বাবধায়ক এস এম নূরুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি রংপুর নগরের গোমস্তাপাড়া এলাকার বাসিন্দা। করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর ২২ মে তাঁকে করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে আটটায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগে ভুগছিলেন।

এর আগে গত রোববার রংপুর নগরের ধাপ লালকুঠি এলাকার এক বৃদ্ধ করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৭ জন।